ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বাংলানিউজের সাংবাদিকের ওপর হামলাকারী দালাল গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫
বাংলানিউজের সাংবাদিকের ওপর হামলাকারী দালাল গ্রেফতার ছবি : প্রতীকী

ব্রাহ্মণবাড়িয়া: বাংলানিউজের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মাসুক হৃদয়ের ওপর হামলকারী পাসপোর্ট দালাল শেখ মো. ফেরদৌসকে গ্রেফতার করেছে পুলিশ।
 
শনিবার (২৪ জানুয়ারি) দিনগত রাতে সরাইল উপজেলা সদরের শ্বশুরবাড়ি থেকে সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।



ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

১২ জানুয়ারি সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের পূর্ব মেড্ডা এলাকার আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে দালাল কর্তৃক সাধারণ নাগরিকদের হয়রানির সংবাদ সংগ্রহ করতে গেলে দালাল চক্রের কয়েকজন মাসুক হৃদয়সহ তিন সাংবাদিকের ওপর আক্রমণ চালিয়ে তাদের সঙ্গে থাকা ক্যামেরা ও ল্যাপটপের ব্যাগ ছিনিয়ে নেয়। এ ঘটনায় মেড্ডা এলাকার বাসিন্দা গ্রেফতারকৃত শেখ ফেরদৌসসহ আরো তিনজন ও অজ্ঞাত চার/পাঁচজনের নামে সদর থানায় মামলা করা হয়।
   
ওসি জানান, সরাইল উপজেলায় আসামি শেখ ফেরদৌস অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তার (ওসির) নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালিয়ে ফেরদৌসকে গ্রেফতার করে সদর থানায় নিয়ে আসে। রোববার বিকেলে তাকে আদালতে পাঠানো হবে।
  
ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতির বড় ভাই চিহ্নিত পাসপোর্ট দালাল নাছির মিয়ার নেতৃত্বে সন্ত্রাসীরা বাংলানিউজের প্রতিনিধি মাসুক হৃদয়, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিনিধি জাবেদ রহিম বিজন ও স্থানীয় দৈনিক সরোদের নিজস্ব প্রতিবেদক শফিকুল আলম স্বপনের ওপর হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা পিস্তলের বাট দিয়ে মাসুক হৃদয়ের মাথায় আঘাত করে এবং ঘুষি ও লাথি মারে। সন্ত্রাসী নাছির মাসুক হৃদয়ের বুকে পিস্তল ঠেকিয়ে গুলি করারও হুমকি দেয়। এর পরপরই সে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে হৃদয়ের সঙ্গে থাকা ক্যামেরা ও ল্যাপটপের ব্যাগ ছিনিয়ে নেয়। পরে ওই কার্যালয়ের সহকারী পরিচালকের কক্ষে গিয়ে রক্ষা পান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।