ঢাকা: রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে দুই শিবিরকর্মী ও এক শ্রমিকদলের নেতাসহ ৩ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। গ্রেফতার হওয়ারা হলেন- শিবিরকর্মী হাসিব, ইসরাফিল ও মোহাম্মদপুর শ্রমিক দলের সাধারণ সম্পাদক আলী কায়সার পিন্টু।
রোববার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা ও সাড়ে ১১টার মধ্যে তাদের গ্রেফতার করা হয়। ডিএমপি মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, হরতালে নাশকতা সৃষ্টির উদ্দেশে বেশ কয়েকজন শিবিরকর্মী জামায়াতের ব্যানারসহ লালমাটিয়া এলাকায় জড়ো হয়। এ সময় মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বুলবুল ঘটনাস্থল থেকে দুই শিবিরকর্মীকে ব্যানারসহ গ্রেফতার করেন। এ বিষয়ে মোহাম্মদপুর থানায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।
এদিকে, সাড়ে ১১টার দিকে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকা থেকে হরতালে নাশকতা সৃষ্টির অভিযোগে শ্রমিক দলের সাধারণ সম্পাদক পিন্টুকে গ্রেফতার করা হয়।
বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫