লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতি পৌরসভার জমিদারহাট এলাকায় পাওয়ার টিলার (ট্রাক্টর) চাপায় মো. রাফি (৫) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রাফি পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবদুর রহিমের ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে বাড়ির পাশে জমিতে এক যুবক ট্রাক্টর দিয়ে জমি চাষ করছিলেন। এসময় সেখানে দাঁড়িয়ে থাকা শিশুটি ওই ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর প্রদীপ কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫