নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ইয়ারপুর গ্রামে শ্বশুর বাড়ির সামনের একটি পুকুর থেকে বাহার উদ্দিন (৪৭) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৫ জানুয়ারি) সকাল ১১টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
বাহার উদ্দিনের বাড়ি ফেনী জেলার সেকান্তরপুর গ্রামে। তিনি একসময় আন্তঃজেলা ডাকাতদলের সদস্য ছিলেন।
পুলিশ বাংলানিউজকে জানায়, বাহার উদ্দিন দুইদিন আগে তার শ্বশুর তোফায়েল মিয়ার বাড়িতে বেড়াতে আসেন। রোববার সকালে ওই বাড়ির সামনের পুকুরে তার মৃতদেহ ভাসতে দেখে থানায় খবর দেয় স্থানীয় লোকজন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, বাহারের পায়ে সমস্যা ছিল। ধারণা করা হচ্ছে, ভোরে কোনো কাজে পুকুর ঘাটে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন তিনি।
বাহার উদ্দিনের বিরুদ্ধে ফেনীর দাগনভূঞা থানায় ডাকাতি মামলা রয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫