ঝালকাঠি: ঝালকাঠিতে লঞ্চে পেট্রোল বোমা হামলার ঘটনায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুরসহ আট জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
ঝালকাঠি সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ইদ্রিস বাদী হয়ে শনিবার রাতে দ্রুত বিচার (বিশেষ ক্ষমতা) আইনে মামলাটি দায়ের করেন।
তবে, আসামিদের গ্রেফতারের জন্য বিষয়টি গোপন রাখে পুলিশ। পরে, রোববার (২৫ জানুয়ারি) দুপুরে মামলার আসামি জসিম খান তুহিন ও সহযাগী হিসেবে কাওসারকে গ্রেফতার করে আদালতে পাঠানে হয়েছে।
মামলায় নুপর ছাড়াও অন্য আসামিরা হলেন- জেলা যুবদলের সাধারণ সম্পাদক শামিম তালুকদার, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুশফিকুর রহমান, ছাত্রদল নেতা জসিম খান তুহিন, তারেক, রাজু, পলাশ মুন্সি ও শাহ আলম।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শীলমনি চাকমা বাংলানিউজকে জানান, শনিবার বিকেলে ঝালকাঠির গাবখান ব্রিজের উপর থেকে সরকারি মালিকানাধীন জাহাজ এমভি বাঙালির ছাদে পেট্রোল বোমা নিক্ষেপ করে অবরোধকারীরা। এতে এমভি বাঙালির ছাদের উপরের আটটি এয়ারকুলার পুড়ে যায়।
এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে এবং দুই জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫