ঢাকা: হরতাল-অবরোধের কারণে অগ্নিদগ্ধদের চিকিৎসায় অর্থ সাহায্য করার জন্য দেশের বিত্তশালীদের প্রতি আহ্বান জানিয়েছেন নৌ পরিবহনমন্ত্রী শাহজাহান খান।
রোববার (২৫ জানুয়ারি) দুপুরে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অগ্নিদগ্ধদের দেখতে এসে উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে তিনি এ আহ্বান জানান।
শাহজাহান খান বলেন, যারা আগুন দিয়ে, বোমা মেরে নিরীহ মানুষগুলোকে মারছে তাদের বিচার আল্লাহ করবেন, বাংলাদেশের মাটিতেও করা হবে।
এসময় সরকারের আহ্বানে সাড়া দিয়ে সাইফ পাওয়ার টেক লিমিটেড ১০ লাখ টাকার একটি চেক ও শাহজাহান খানের বাবার নামে প্রতিষ্ঠিত আছমত আলী খান ফাউন্ডেশন তিন লাখ টাকার একটি চেক ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমানের কাছে তুলে দেন।
মোস্তাফিজুর রহমান সাইফ পাওয়ার টেক লিমিটেডের চেয়ারম্যান তরফদার মো. রুহুল আমিন ও মন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, আপনাদের এ অর্থ সাহায্য গরীব রোগীদের চিকিৎসা দিতে অনেক অবদান রাখবে।
সাইফ পাওয়ার টেক লিমিটেড ১০ জন অগ্নিদগ্ধকে পুনর্বাসিতও করবে বলে মন্ত্রী জানান।
বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫