ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় ফেনসিডিলসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫
সাতক্ষীরায় ফেনসিডিলসহ যুবক আটক

সাতক্ষীরা: সাতক্ষীরায় তিনশ’ বোতল ফেনসিডিলসহ শফিকুল ইসলাম (২৬) নামে এক যুবককে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় ফেনসিডিল বহনের কাজে ব্যবহৃত মাছ বহনকারী একটি ট্রাক জব্দ করা হয়।

 
 
রোববার (২৫ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের বাকাল এলাকা থেকে তাকে আটক করা হয়।  
 
সাতক্ষীরা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কাশেম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাকাল এলাকায় মাছ বহনকারী একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাক থেকে তিনশ’ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।  
 
ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে। এছাড়া, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ট্রাক চালকের সহযোগী শফিকুল ইসলামকে আটক করা হয়েছে বলে জানান এসআই।
 
বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।