ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

কোকোর মৃত্যুতে আ’লীগের শোক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫
কোকোর মৃত্যুতে আ’লীগের শোক

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

রোববার (২৫ জানুয়রি) দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ এ শোক জানান।



লিখিত বক্তব্যে হাছান মাহমুদ বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর অকাল মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি।

খালেদা জিয়া ও তার পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই। মহান আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি, তারা যেন এ শোক কাটিয়ে উঠতে পারেন।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।