ধামরাই (ঢাকা): ধামরাইয়ের সুতিপাড়ায় পাঁচ শতাধিক দরিদ্র মানুষকে কম্বল দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা এসডিআই।
রোববার (২৫ জানুয়ারি) ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে থেকে এ কম্বল বিতরণ করেন।
এ সময় এসডিআই’র নির্বাহী পরিচালক সামছুল হক, সমন্বয়ক কামরুজ্জামান, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা ফজলূল হক, সমাজসেবক ইসমাইল হোসেন, ধামরাই জোনাল অফিসের কো-অর্ডিনেটর অভিজিৎ রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫।