ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

নোয়াখালীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫
নোয়াখালীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোয়াখালী: নোয়াখালী এনজিও সমন্বয় পরিষদ ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সদর উপজেলার অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে ২৫০ পিস কম্বল বিতরণ করা হয়েছে।

রোববার দুপুরে উপজেলার চরমটুয়া ও আণ্ডারচর ইউনিয়নের কয়েকটি গ্রামের প্রত্যন্ত চরাঞ্চলে শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করেন এনজিও সমন্বয় পরিষদের কর্মকতারা।



বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন- সদর উপজলো সহকারী ভূমি কর্মকর্তা মো. শামছুজ্জামান।

বিশেষ অতিথি ছিলেন- নোয়াখালী এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক ও এসো গড়ি উন্নয়ন সংস্থার নির্বাহী প্রধান মো. আবদুল আউয়াল।

সেখানে আরো উপস্থিত ছিলেন- এফপিএবি’র প্রোগ্রাম অফিসার ডা. মো. নুরুল আলম লিটন, ব্র্যাকের জেলা প্রতিনিধি মো. চৌধুরী শরীফুর রহমান পন্নী, এলএমআরএফ’র সহকারী প্রোগ্রাম ম্যানেজার শেখ নাজমুস শাহাদাত, নবধারা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী প্রধান রাশেদা পারভীন কুসুম, বাপসা’র প্রোগ্রাম অফিসার আবদুর রশিদ, এলএমআরএফ’র এরিয়া কো-অর্ডিনেটর মামুনুর রশিদ, আশা’র রিজিওনাল ম্যানেজার মনির হোসেন, এসডিআই’র রিজিওনাল ম্যানেজার মো. মিলন মিয়া, এনআরডিএস’র কর্মসূচি কর্মকর্তা টেরেন্স ডায়েছ, মেরীস্টোপস ক্লিনিং ম্যানেজার মাসুদুর রহমান, উদ্দীপনের ব্রাঞ্চ ম্যানেজার মাহফুজুর রহমান, প্রাপ্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার নির্বাহী প্রধান আরমান আক্তার মুন্নী, দুস্থ সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সালমা বেগম ও ব্যুরো বাংলাদেশের এরিয়া ম্যানেজার মো. জহির হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।