ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে বাসে পেট্রোলবোমা

১৪ দিনের রিমান্ডে সেলিম

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫
১৪ দিনের রিমান্ডে সেলিম

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে বাসে পেট্রোলবোমা হামলার সঙ্গে জড়িত সন্দেহে গ্রেফতারকৃত সেলিম ভূঁইয়ার তিনটি মামলায় মোট ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২৫ জানুয়ারি) ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে সেলিম ভূঁইয়া হাজির করে তিনটি মামলায় ১০ দিন করে মোট ৩০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) পরিমল চন্দ্র দাস।



বিকেলে শুনানি শেষে ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের আদালত।

পেট্রোল বোমা ছোড়ার ঘটনায় শনিবার (২৪ জানুয়ারি)  বিকেলে যাত্রাবাড়ী থানায় মামলা তিনটি দায়ের করেন উপ-পরিদর্শক কে এম নুরুজ্জামান। এ মামলাগুলো দণ্ডবিধি, বিস্ফোরক আইন ও ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫/২৫(ঘ) ধারায় দায়ের করা হয়।

এ মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়েছে।

এছাড়া পেট্রোল বোমা ছোড়ার পরিকল্পনাকারী হিসেবে বিএনপির ১৮ নেতার নাম উল্লেখ করা হয়েছে। আর পরিকল্পনা বাস্তবায়নকারী হিসেবে রয়েছে যাত্রাবাড়ী থানা বিএনপির ৫০ নেতাকর্মীর নাম।

শনিবার বিকেলে এ মামলা দায়ের করা হলেও রোববার সকালে বিষয়টি প্রকাশ পায়।

মামলার বাদী যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক কে এম নুরুজ্জামান বাংলানিউজকে বলেন, খালেদা জিয়াকে হুকুমের আসামি করে মামলা করা হয়েছে।

গত শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা ছোড়া হলে ২৯ জন দগ্ধ হন। তারা এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫

** সেলিমের ১০ দিনের রিমান্ড আবেদন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।