মুন্সীগঞ্জ: আদালতের নির্দেশে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে প্রায় ৩ মাস পর কবর থেকে কলেজছাত্র আব্দুস সাত্তার দেওয়ানের (২০) লাশ উত্তোলন করা হয়েছে।
রোববার দুপুরে দুপুর দেড়টার দিকে টঙ্গিবাড়ীর বেশনাল কবরস্থান থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিজন কুমার সিংহের উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয়।
অন্যদিকে, লাশ উত্তোলনের আগে বেশনাল গ্রামবাসী কলেজছাত্রকে হত্যা করার অভিযোগে ঘাতকদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে। ৩ শতাধিক নারী-পুরুষ সড়কে দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে অংশ নেন।
মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিজন কুমার সিংহ সাংবাদিকদের জানান, আদালতের পুনঃময়নাতদন্তের নির্দেশে জেলার টঙ্গিবাড়ী উপজেলার বেশনাল কবরস্থান থেকে কলেজ ছাত্র আব্দুস সাত্তার দেওয়ানের (২০) লাশ উত্তোলন করা হয়েছে।
সাত্তার দেওয়ান বেশনাল গ্রামের মান্নান দেওয়ানের ছেলে।
২০১৪ সালের ৪ অক্টোবর টঙ্গিবাড়ী উপজেলার কামারখাড়া সড়কে কথিত মোটরসাইকেল দুর্ঘটনায় রহস্যজনক মৃত্যু হয় কলেজ ছাত্র সাত্তারের। এ ঘটনায় একই বছরের ১১ নভেম্বর বাবা মান্নান দেওয়ান বাদী হয়ে বন্ধু আল-আমিনকে আসামি করে মুন্সীগঞ্জ আমলী আদালতে হত্যা মামলা দায়ের করেন।
বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫