ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সওজ’র কোনো রাস্তাই বেহাল দশায় নেই

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫
সওজ’র কোনো রাস্তাই বেহাল দশায় নেই

জাতীয় সংসদ ভবন থেকে: বর্তমানে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কোনো রাস্তাই বেহাল দশায় নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন,  সংসদে অনেকেই বড় গলায় প্রশ্ন করেন, এই সড়কের বেহাল দশা, ওই সড়কে বেহাল দশা।

কিন্তু তারা কেউ বুঝতে চেষ্টা করেন না এটা সড়ক ও জনপথের নাকি এলজিইডি’র রাস্তা। বর্তমানে দেশের কোনো সড়কের বেহাল দশা নেই।
 
রোববার (২৫ জানুয়ারি) বিকেলে দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
 
অন্য এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ময়মনসিংহ-জয়দেবপুর সড়কের চার লেনের কাজ জুনের মধ্যেই শেষ হবে। আসছে জুন মাসেই এই সড়ক দিয়ে যানবাহন চলাচল করবে বলেও জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, কাজের অগ্রগতি পরিদর্শন করে দেখা হবে। যদি জানুয়ারি মাসেই কাজ সন্তোষজনক না হয় তাহলে সেনাবাহিনীর হাতে দেওয়া হবে।
 
বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫

** শিগগিরই বাস টার্মিনালে ডিজিটাল ব্যানারে ভাড়ার তালিকা
** পদ্মাসেতু নিয়ে কথা কম
** অধিবেশন শুরু, চলছে মন্ত্রীদের প্রশ্নোত্তর

** অসাম্প্রদায়িক চেতনায় এগিয়ে যাওয়ার আহ্বান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।