ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

গ্যাসের মূল্য বৃদ্ধি না করার দাবি

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫
গ্যাসের মূল্য বৃদ্ধি না করার দাবি

ঢাকা: গ্যাসের মূল্য বৃদ্ধি করলে ৫০ হাজার কোটি টাকার বিনিয়োগ চ্যালেঞ্জের মুখে পড়বে বলে জানিয়েছে ক্ষুদ্র খাতে বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্মল অ্যান্ড ক্যাপটিভ পাওয়ার প্রডিউসারস অ্যাসোসায়েশন।

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গ্যাসের মূল্য বৃদ্ধি না করার দাবি জানিয়ে করা সংবাদ সম্মেলন প্রতিষ্ঠানটির নেতারা এ কথা জানান।


 
তারা বলেন, বর্তমানে তাদের কাছ থেকে প্রতি ঘনফুট গ্যাসের দাম নেয়া হচ্ছে ৪.১৮ টাকা। কিন্তু তা ১০২ ভাগ বৃদ্ধির উদ্যোগ নিয়েছে সরকার। এর ফলে উৎপাদন খরচ বাড়লে তাদের বিদ্যুত উৎপাদন হুমকির মুখে পড়বে। এতে শিল্পকারখানাগুলো হুমকির মুখে পড়বে। দেশে আমদানি নির্ভরতা বাড়বে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, বাংলাদেশ স্মল অ্যান্ড ক্যাপটিভ পাওয়ার প্রডিউসারস অ্যাসোসায়েশনের সভাপতি মো. মহসীন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তফা কামাল, চেয়ারম্যান আলমগীর কবির, সদস্য হুমায়ন কবির প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।