ঢাকা: কক্সবাজার-৪ আসনে আওয়ামী লীগের এমপি আবদুর রহমান বদির ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চেয়ে জাতীয় রাজস্ব বোর্ডের(এনবিআর) কাছে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন(দুদক)।
রোববার বিকেলে তদন্তকারী কর্মকর্তা ও দুদকের উপপরিচালক মঞ্জুর মোর্শেদ এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল বরাবর চিঠি দিয়ে তার সকল ব্যাংকের তথ্য চেয়ে চিঠি দেন।
দুদকের দায়িত্বশীল সূত্র বাংলানিউজকে নিশ্চিত করেছে।
গতবছর অবৈধ সম্পদের অভিযোগে দুদক তার বিরুদ্ধে মামলা দায়ের করে। দুদকের মামলায় ক্ষমতাসীন দলের এমপিকে কারাবরণও করতে হয়। বর্তমানে তিনি জামিনে রয়েছেন।
** সিজিএর অডিটরসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫