জাতীয় সংসদ ভবন থেকে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মাসেতু নিয়ে কথা কম বলার পরামর্শ দিয়েছেন বলে সংসদে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নিজেই।
রোববার (২৫ জানুয়ারি) বিকেলে দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সাগুফতা ইয়াসমিন এমিলির এক সম্পূরক প্রশ্নের উত্তর দেওয়ার সময় এ কথা জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, পদ্মাসেতু নিয়ে কম কথা বলার পরামর্শ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। তাই বেশিকিছু বলতে চাই না। তবে এ সেতু নিয়ে বিশাল কর্মযোগ্য চলছে।
তিনি বলেন, আগামী ২০১৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতু উন্মুক্ত করবেন। তখন এ সেতুর সঙ্গে সংযুক্ত সড়কগুলোর চেহারাও পাল্টে যাবে। সব সড়কের কাজ হবে।
বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫