গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রেনের ধাক্কায় লিলি বেগম (৬০) নামে আহত এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের শালমারা গ্রামে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।
এর আগে সকালে শালমারা রেল স্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় আহত হন তিনি।
লিলি বেগম শালমারা ইউনিয়নের শালমারা গ্রামের সাম্যত আলীর স্ত্রী।
স্থানীয়রা জানান, সকালে ছাগল নিয়ে রেললাইন পার হওয়ার সময় বোনারপাড়া থেকে সান্তাহারগামী ২১ আপ কলেজ ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন লিলি বেগম। নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৩টার দিকে মারা যান তিনি।
শালমারা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আমির হোসেন শামিম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫