ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

জুলাইয়ের আগেই ডিসিসি নির্বাচনের কথা ভাবছে ইসি

ইকরাম-উদ দৌলা, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫
জুলাইয়ের আগেই ডিসিসি নির্বাচনের কথা ভাবছে ইসি

ঢাকা: চলতি অর্থ বছরেই (২০১৪-১৫) ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন সম্পন্ন করার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য অর্থ মন্ত্রণালয়ের কাছে ‘অতিরিক্ত’ বরাদ্দ চেয়ে চিঠিও পাঠিয়েছে সাংবিধানিক সংস্থাটি।


 
অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব (অর্থ বিভাগ) মাহবুব আহমেদের কাছে রোববার (২৫ জানুয়ারি) এক চিঠির মাধ্যমে এ অর্থ বরাদ্দ চেয়েছেন ইসি সচিব সিরাজুল ইসলাম।
 
চিঠিতে বলা হয়েছে, ২০১২ সালে ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে উচ্চ আদালতে রিট পিটিশন দাখিল হয়। উচ্চ আদালত সেই নির্বাচনের উপর স্থগিতাদেশ দেন। এরপর ২০১৪ সালের ১৩ মে রিট পিটিশনটি খারিজ করে দেন উচ্চ আদালত। কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সীমানা জটিলতা থাকার কারণে পুনরায় নির্বাচন আয়োজন করা সম্ভব হয়নি। সরকার সীমানা জটিলতা দূর করলে চলতি অর্থ বছরেই নির্বাচন হতে পারে। এ নির্বাচনের জন্য সংস্থানকৃত আগের ৫০ কোটি টাকার অতিরিক্ত আরও ৪৫ কোটি টাকার প্রয়োজন।
 
তাই ইসি সচিব এ নির্বাচনের জন্য মোট ৯৫ কোটি টাকা বরাদ্দ দিতে চিঠিতে অর্থ বিভাগের সচিবের দৃষ্টি আকর্ষণ করেছেন।
 
বর্তমান কমিশন ২০১২ সালে দায়িত্ব নেওয়ার পর ওই বছরেরই ২৪ মে তফসিল ঘোষণা করে। কিন্তু উত্তর সিটিতে সীমানা জটিলতা নিয়ে রিট আবেদনের কারণে এ নির্বাচন স্থগিত হয়ে যায়। এখন ডিসিসি উত্তর ও দক্ষিণে প্রশাসক দিয়ে কাজ চালাচ্ছে সরকার। সর্বশেষ ডিসিসি নির্বাচন হয়েছিলো ২০০২ সালে ২৫ এপ্রিল। সেবারের নির্বাচিত কর্পোরেশনের মেয়াদ শেষ হয় ২০০৭ সালের মে মাসে।
 
বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, ২৫ জানুয়ারি, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।