ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রংপুরে এসএসসি পরীক্ষা নির্বিঘ্ন করার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫
রংপুরে এসএসসি পরীক্ষা নির্বিঘ্ন করার দাবি

রংপুর: ২০১৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্বিঘ্নে অনুষ্ঠিত হওয়ার দাবি জানিয়েছে ‘জাগো রংপুর’ নামের একটি সংগঠন।

রোববার  (২৫ জানুয়ারি) দুপুরে রংপুর মুক্তিযোদ্ধা মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সন্মেলনে এ দাবি জানানো হয়।



সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা দাবি করেন, হরতাল-অবরোধের নামে য়ে সহিংস রাজনীতি চলছে, তা নৃশংস ও ভীতিকর। ২০ দিন ধরে চলা অবরোধের কারণে পেট্রোল বোমার আগুনে এবং রাজনৈতিক সহিংসতায় দেশে ৩৫ জন নিরীহ মানুষ মারা গেছেন। ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে অগ্নিদগ্ধ মানুষের আহাজারিতে বাতাস ভারি হয়ে উঠেছে।

নেতারা বলেন, রংপুরের মিঠাপুকুরে পেট্রোল বোমা নিক্ষেপ করে মা শিশুসহ ছয়জনকে হত্যা করা হয়েছে। আমরা মনে করি, ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে য়ারা বাংলাদেশের অগ্রযাত্রাকে ঠেকিয়ে রাখতে চান, তারা মানুষের প্রতিরোধ শক্তির জাগরণে অবশ্যই পরাজিত হবেন।

সংবাদ সন্মেলনে জানানো হয়, এবারের এসএসসি পরীক্ষায় দেশে ১৫ লাখ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। দেশে চলমান রাজনৈতিক সহিংসতায় শিক্ষার্থী ও অভিভাবকের মাঝে চরম উৎকন্ঠার সৃষ্টি হয়েছে।

পরীক্ষা চলার সময় হরতাল-অবরোধ কর্মসূচি অব্যাহত থাকলে শিক্ষাজীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হবে বলে তারা জানান।

সংবাদ সন্মেলনে তিন দফা দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে, এসএসসি এবং সমমানের পরীক্ষার সময় হরতাল-অবরোধ ও নাশকতামূলক কর্মকাণ্ড বন্ধ করতে হবে। পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা যাবে না। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সরকার ও প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

সংবাদ সন্মেলনে উপস্থিত ছিলেন ‘জাগো রংপুর’র সভাপতি মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলু, সদস্য সচিব ড. সৈয়দ মামুনুর রহমান, সদস্য বিপ্লব প্রসাদ, কমরেড শাহাদাত হোসেন, নজরুল ইসলাম হাক্কানী, মোয়াজ্জেম হোসেন লাভলু, মাজেদুল ইসলাম লিটন, জেলা জাসদের সাধারণ সম্পাদক সাখাওয়াত রাঙ্গা প্রমুখ।

২০১৫ সালের এসএসসি পরীক্ষা ২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা জানুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।