ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন লাইনচ্যুত

ট্রেন চলাচল এখনও বন্ধ, উদ্ধারকাজ চলছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫
ট্রেন চলাচল এখনও বন্ধ, উদ্ধারকাজ চলছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পাঘাচং রেলস্টেশনের কাছে লাইনচ্যুত হওয়া জয়ন্তিকা ট্রেনের ছয় বগি উদ্ধারে কাজ চলছে।

আখাউড়া রেলজংশন থেকে আসা উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে।



আখাউড়া লোকোসেড ইনচার্জ মো. মহসিন ভূঁইয়া বাংলানিউজকে জানান, উদ্ধারকারী একটি দল ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে। ট্রেনটি উদ্ধার করতে আরও পাঁচ থেকে ছয় ঘণ্টা সময় লাগতে পারে।

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের মাস্টার এস এম মহিদুর রহমান বাংলানিউজকে বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সুবর্ণা এক্সপ্রেস ও সিলেটগামী সুরমা মেইল ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে আটকা পড়েছে।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক বাংলানিউজকে বলেন, কোনো সহিংসহতার কারণে এ দুর্ঘটনা হয়নি। রেল লাইনের দুর্বল স্লিপারের কারণে দুর্ঘটনা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

রোববার দুপুর সোয়া ২টায় পাঘাচং রেলস্টেশন অতিক্রম করার পরপরই ট্রেনের পেছনের দিকের ছয়টি বগি লাইনচ্যুত হয়। এসময় ট্রেন থেকে দ্রুত নামতে গিয়ে সাত-আটজন যাত্রী আহন হন। এ দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

দুর্ঘটনা কবলিত ট্রেনটির (জয়ন্তিকা আপ ৭১৮) পরিচালক হাফিজ উদ্দিন বাংলানিউজকে জানান, দুর্বল স্লিপারের কারণেই লাইনচ্যুত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। দুর্ঘটনায় রেললাইনের কাঠের স্লিপারগুলো দুমড়ে-মুচড়ে গেছে। এছাড়া রেলপাতও দুর্ঘটনাস্থল থেকে সরে গেছে।

পাঘাচং রেলস্টেশনের মাস্টার মোস্তফা মিয়া বাংলানিউজকে বলেন, লাইন ও স্লিপারে ত্রুটির কারণেই এমনটি হয়েছে। দুর্ঘটনায় অন্তত তিন’শ ফুট রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।

সরেজমিন গিয়ে দেখা যায়, দুর্ঘটনা কবলিত ট্রেনটিকে ঘিরে চারপাশে শত শত জনতার ভিড়।   রেললাইনের স্লিপার ভেঙে দুমড়ে মুচড়ে গেছে। কয়েকটি বগিরও ব্যাপক ক্ষতি হয়েছে। দুমড়ে মুচড়ে যাওয়া স্লিপার ও রেল লাইন দেখে নানা মন্তব্য করছেন যাত্রীসহ স্থানীয় লোকজন।  

স্থানীয় পাঘাচং গ্রামের বাসিন্দা আশিকুর রহমান ভূঁইয়া বাংলানিউজকে বলেন, রেল লাইনের স্লিপারগুলো দুর্বল হয়ে গেছে। তাছাড়া কাঠের স্লিপারগুলো অনেক পুরনো। এ কারণেই দুর্ঘটনা ঘটেছে।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫

** ঈশ্বরদী ও ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ৯ বগি লাইনচ্যুত
** ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ
** ঈশ্বরদীতে মালবাহী ট্রেনের ৪ বগি লাইনচ্যুত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।