ঝালকাঠি: ঝালকাঠির নলছিটিতে ২৫ বোতল ফেনসিডিলসহ দেলোয়ার মিয়া (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৮) সদস্যরা।
রোববার (২৫ জানুয়ারি) বিকেলে উপজেলার ডুবিল গ্রামের ডুবিল ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।
দেলোয়ার ঝালকাঠি সদর উপজেলার পশ্চিম ঝালকাঠির ৬ নম্বর ওয়ার্ডের আনোয়ার হোসেনের ছেলে।
র্যাব-৮ এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডুবিল ব্রিজ এলাকায় ফেনসিডিল বেচা-কেনা হচ্ছে -এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র্যাব। র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে দেলোয়ারকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা সাদা প্লাস্টিকের ব্যাগে তল্লাশি চালিয়ে ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
দেলোয়ারের স্বীকারোক্তির উদ্ধৃতি দিয়ে র্যাব আরো জানায়, তিনি ঝালকাঠি জেলার নলছিটিসহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ফেনসিডিল পাইকারি ও খুচরা বিক্রয় করে আসছিলেন।
এদিকে, সন্ধ্যায় দেলোয়ারকে নলছিটি থানায় সোপর্দ করা হয়েছে। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) এস এম মাকসুদুর রহমান বাংলানিউজকে জানান, এ ঘটনায় র্যাব বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫