বরিশাল: বরিশালে মিনিবাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের ঘটনায় একটি মামলা দায়ের করেছে পুলিশ।
রোববার (২৫ জানুয়ারি) নগরের বিমানবন্দর থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুল হালিম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে এ মামলা দায়ের করেন।
মামলায় অজ্ঞাতনামা ১৫/২০ জনকে আসামি করা হয়েছে।
এদিকে, মিনিবাসে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় শনিবার রাতে উজিরপুরের কাকরাদারি গ্রামের ওমর ফারুখ মল্লিক নামে এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশ।
রোববার বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫