ঢাকা: চলমান রাজনৈতিক সহিংসতায় দগ্ধ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের আরো উন্নত চিকিৎসা সেবা দিতে দুইটি নতুন কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ।
রোববার (জানুয়ারি ২৫) দুপুরে বার্ন ইউনিটের তৃতীয় তলার সভাকক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, হাসপাতালে চিকিৎসাধীন অনেক রোগী রয়েছেন যারা কেবল দগ্ধই নন, তাদের অন্য চিকিৎসারও দরকার রয়েছে। তাদের কারো কারো মাথায়, হাড়ে বা চোখে আঘাত রয়েছে। এ কারণে অর্থোপেডিক, চক্ষু বিশেষজ্ঞ, নিউরোলোজিস্টদের নিয়ে একটি মাল্টি ডিসিপ্লিন কমিটি গঠন করা হয়েছে। বার্ন ইউনিটের চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে কমিটির চিকিৎসকরা দগ্ধ রোগীদের সেবা দেবেন।
পাশাপাশি রোগীর স্বজনদের নিয়েও একটি অ্যাটেন্ডেন্টস টু ডাক্তার কমিটি গঠন করা হয়েছে। যেন রোগীর স্বজনদের সঙ্গে পরামর্শ করে ইনফেকশনসহ অন্যান্য বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং সঠিক চিকিৎসা সেবা নিশ্চিত করা যায়।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, এ পর্যন্ত ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ৮৬ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৫০ জন। এদের মধ্যে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) আছেন ৪ জন রোগী। চিকিৎসাধীন রোগীদের অনেকের অবস্থায়ই আশঙ্কাজনক, ফলে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রোগীর সংখ্যা বাড়তে পারে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডা. সামন্ত লাল সেন, ডা. আবুল কালাম, ডা. রায়হানা আউয়াল ও ডা. পার্থ শংকর পাল।
বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫
** অবরোধে দগ্ধ ৮ জনের অবস্থা আশঙ্কাজনক
** অগ্নিদগ্ধদের পাশে দাঁড়াতে বিত্তশালীদের প্রতি আহবান