সাভার: অষ্টপ্রহরের মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মালম্বীদের ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। সারাদেশের মতো এবারও সাভারের আশুলিয়া ও ধামরাইয়ের লক্ষ্মীমন্দিরগুলোতে একযোগে পালিত হয়।
রোববার (২৫ জানুয়ারি) সকাল থেকে স্থানীয় কয়েকটি মন্দির ঘুরে দেখা যায় সরস্বতী পূজার চিত্র।
কন্ডা মাঝিবাড়ি লক্ষ্মী মন্দিরের সভাপতি রামভোজন রাজবংশী বলেন, আমাদের ধর্মীয় উৎসবের মধ্যে সরস্বতী পূজা অন্যতম। পূজার আয়োজন করতে আমাদের প্রচুর ব্যয় হয়। কিন্তু এ পূজায় সরকারের পক্ষ থেকে তেমন কোনো সহযোগিতা পাওয়া যায় না।
পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন এবং বিশেষ কীর্তনের মধ্য দিয়ে সরস্বতী পূজার সমাপ্তি টানা হয়।
বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫