ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

পিএসসি’র ৩ সদস্যের শপথ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫
পিএসসি’র ৩ সদস্যের শপথ

ঢাকা: সরকারি কর্মকমিশনের (পিএসসি) নতুন তিনজন সদস্য শপথ নিয়েছেন। প্রধান বিচারপতি এস কে সিনহা তাদের শপথ পাঠ করান।



রোববার (২৫ জানুয়ারি) বিকেলে সুপ্রিম কোর্ট জাজেজ লাউঞ্জে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বলে জানান পিএসসি’র জনসংযোগ কর্মকর্তা ডায়ানা ইসলাম সিমা।

শপথ নেওয়া পিএসসির তিন সদস্য হলেন- উজ্জ্বল বিকাশ দত্ত ও আবুল কালাম আজাদ এবং শাহ আব্দুল লতিফ।

অনুষ্ঠানে পিএসসি’র চেয়ারম্যান ইকরাম আহমেদ, ভারপ্রাপ্ত সচিব শাহজাহান মোল্লা এবং পিএসসি’র সদস্যরা উপস্থিত ছিলেন।

অবসরোত্তর ছুটি বাতিল করে গত ১৪ জানুয়ারি এ তিনজনকে পিএসসির সদস্য হিসেবে নিয়োগ দেয় সরকার।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।