ঢাকা: রাজধানীর ডেমরার কোনাপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ শহীদুল ইসলাম (২২) নামে এক শ্রমিক মারা গেছেন।
রোববার (২৫ জানুয়ারি) কোনাপাড়ার শাহাজালাল রোডে একটি বাড়ি ভাঙার কাজ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
শহীদুলের সহকর্মী আবদুল মান্নান জানান, মেশিন দিয়ে রড কাঁটতে গিয়ে বিদ্যুৎ সংযুক্ত তারের সংস্পর্শে আসায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
বেলা ৩টা ১০ মিনিটে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক শহীদুলকে মৃত ঘোষণা করেন।
বর্তমানে তার মরদেহ ঢামেক জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছ। নিহতের আত্মীয়-স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলেও জানায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প।
বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, ২৫ জানুয়ারি, ২০১৫