ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় লরির ধাক্কায় নানি-নাতি নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫
বগুড়ায় লরির ধাক্কায় নানি-নাতি নিহত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ার শাজাহনপুরে পণ্যবাহী লরির ধাক্কায় নানি ও শিশু নাতির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় পৌনে ৭টার ঢাকা-বগুড়া মহাসড়কের বেতগাড়ী দ্বিতীয় বাইপাস মোড় এলাকায় এ ঘটনা ঘটে।



নিহতরা হলেন বগুড়া জেলা সদরের সেউজগাড়ী ক্যালার বাজার এলাকার মো. খোকার স্ত্রী খালেদা (৫০) ও তার মেয়েপক্ষের নাতি বাবলা (৩)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন নিহত খালেদা আত্মীয় বাড়ি থেকে বগুড়া শহরের দিকে ফেরার পথে সড়ক পার হচ্ছিলেন। এসময় বেপরোয়া পণ্যবাহী লরিটি (চট্ট মেট্রো-ঢ ৮১-০৭৮৬) সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নানি খালেদা ও শিশু নাতি বাবলার মৃত্যু হয়। এসময় গুরুতর আহত হয় বাবলার বড় ভাই শিশু সূর্য (৫)।

সূর্যকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি হয়েছে।      

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্থানীয় জনতার সহযোগিতায় পণ্যবাহী লরিটি আটক করা হলেও চালক ও তার সহযোগীকে ধরা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।