ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে বাণ্যিজ্য মেলায় ন্যানো গাড়ি পেলো শিশু প্রমি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫
সিলেটে বাণ্যিজ্য মেলায় ন্যানো গাড়ি পেলো শিশু প্রমি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: সিলেট আন্তর্জাতিক বাণ্যিজ্য মেলার প্রথম পুরস্কার হিসেবে একটি ন্যানো গাড়ি জিতে নিলো শিশু সাজিয়া ইসলাম প্রমি। সে জালালাবাদ সেনানিবাস কর্পোরাল সাইফুল ইসলামের মেয়ে।



রোববার (২৫ জানুয়ারি) বিকেলে নগরীর শাহী ঈদগাহ মেলার মাঠে আনুষ্ঠানিকভাবে অতিথিরা তার হাতে র‌্যাফেল ড্র’র পুরস্কার তুলে দেন।  

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সভাপতি ড. তৌফিক রহমান, প্রথম সহ সভাপতি হাছিন আহমদ, সহ সভাপতি আফজল রশিদ চৌধুরী, পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, চেম্বারের সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন, সদস্য হাসান ইমাম, সিনিয়র ওয়ারেন্ট অফিসার সাঈদ আহমদ, সার্জেন্ট মোফাখ্খারুল ইসলামসহ নিটল টাটার স্থানীয় প্রতিনিধিরা।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।