ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের শান্তি সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫
রাজবাড়ীতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের শান্তি সমাবেশ

রাজবাড়ী: “রাজনীতির নামে নৃশংসতা ও মানুষ পুড়িয়ে মারা বন্ধ কর, জনজীবনে স্বস্তি চাই শান্তি চাই” এ স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে শান্তি সমাবেশ করেছে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠন।

রোববার বিকেল সাড়ে ৪টায় সম্মিলিত সাংস্কৃতিক জোট রাজবাড়ী জেলা শাখার আয়োজনে রেলগেট সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।



এতে সম্মিলিত সাংস্কৃতিক জোট রাজবাড়ী জেলা শাখার সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অসীম কুমার পালের সভাপতিত্বে বক্তব্য রাখেন- পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি জ্যোতি শংকর ঝন্টু,  জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুল হক, সাংগঠনিক সম্পাদক স্বপন কুমার দাস, মহিলা সংস্থার সভানেত্রী মীর মাহফুজা খানম মলি, রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন, বাংলাদেশ রেলওয়ে শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের সভাপতি পরিমল অধিকারী, সহকারী অধ্যাপক এবিএম আলমগীর হোসেন ও এনজিও রাস’র নির্বাহী পরিচালক লুৎফর রহমান লাবু প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।