ঢাকা: রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনিস্টিটিউটের বিপরীত পাশে একটি যাত্রীবাহী বাস উল্টে ২ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটানয় আরও ৫জন আহত হয়েছেন।
রোববার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন, ফরিদপুরের বোয়ালমারীর থানার জয়পাশা গ্রামের সাহেব আলী ছেলে মোশাররফ হোসেন বিল্টু (৩৫) এবং গেন্ডারিয়া এলাকার আসাদ মীর (৪০)।
আহতরা হলেন, মো. আসলাম (৩৫), ইসরাফিল (২৮), ওয়ালী উল্লা (৪০), আসলাম (৩৮),পারভেজ (১৫)।
রমানা থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) আনিসুর রহামান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে মুমূর্ষ অবস্থায় ওই ২জন নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাই। সেখানে ৯টা ৫০ মিনিটের দিকে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী পথচারী মামুনুর রশিদ বাংলানিউজকে জানান, বিহঙ্গ ও তানজিল পরিবহন নামে দুটি যাত্রীবাহী বাস একটি আরেকটিকে ওভারটেক করতে গিয়ে ধাক্কা দেয়। এতে তানজিল পরিবহন আইল্যান্ডের উপর উঠে গিয়ে উল্টে যায়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।
বাংলাদেশ সময়: ২২১৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫