ঢাকা: ক্ষমতার অপব্যবহার করে ঘুষ বাণিজ্যের সঙ্গে জড়িত থাকার অপরাধে সিভিল এভিয়েশনের পরিচালক আবু সাঈদের বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (২৬ জানুয়ারি) কমিশনের নিয়মিত সভায় মামলার অনুমোদন হয়েছে বলে বাংলানিউজকে নিশ্চিত করেছেন দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য।
তিনি বলেন, দুদকের প্রাথমিক অনুসন্ধানে উৎকোচ গ্রহণের সত্যতা পাওয়ায় মামলা দায়েরের সিদ্ধান্ত হয়েছে। শিগগিরই মামলাটি দায়ের করা হবে বলে জানান তিনি।
জানা গেছে, দুদকের অনুসন্ধানে আবু সাঈদের বিরুদ্ধে এক ব্যক্তির কাছ থেকে প্রায় ৮০ হাজার টাকা নেওয়ার প্রমাণ পাওয়া গেছে।
বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫