নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা শহরের খানপুর এলাকায় একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য শহরের জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মরদহের পরনে ছিল লুঙ্গি, মুখমণ্ডলে দাড়ি।
এ বিষয়ে সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহজালাল জানান, গলিত লাশটি ৫/৬ দিনের আগের বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।
বাংলাদেশ সময়: ২৩০১ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫