ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চিত্রা নদীর পাড় থেকে অজ্ঞাতপরিচয় (৩৫) এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকাল ৯টার দিকে পৌরসভার বলিদাপাড়া চিত্রা নদীর পাড় থেকে মৃতদেহ উদ্ধার করা হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, সকালে চিত্রা নদীর পাড়ে মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এটি হত্যা না সাধারণ মৃত্যু ময়নাতদন্ত ছাড়া বলা যাবে না বলেও তিনি জানান।
তবে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে জানান, মৃত যুবক মানসিক রোগীর মতো এ এলাকায় ঘোরাঘুরি করতেন ও হিন্দিতে কথা বলতেন।
বাংলাদেশ সময়: ১০৩২ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫