মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পুলিশ অ্যাসল্ট মামলায় জামায়াতের পাঁচ কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (২৬ জানুয়ারি) ভোরে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, সুয়েজ মিয়া (৩২), নজরুল ইসলাম (৩০), ইকবাল হোসেন (২৮), শাহিন মিয়া (২৫) ও সুমন আহমদ (২৭)।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মতিয়ার রহমান বাংলানিউজকে বলেন, তাদের বিরুদ্ধে কুলাউড়া থানায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলায় রয়েছে।
বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫