ঢাকা: নাশকতাকারীদের ধরিয়ে দিলে এক লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
সোমবার (২৬ জানুয়ারি) ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের ব্রিফিংকালে কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া এ ঘোষণা দেন।
তিনি বলেন, হরতাল-অবরোধের নামে গাড়ি ভাঙচুর- অগ্নিসংযোগ করা সন্ত্রাসী কার্যকলাপ। যারা এসব সন্ত্রাসী কর্মকাণ্ডে মদত দিচ্ছেন, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।
এ সময় তিনি ঘোষণা দেন, ঢাকা মহানগর এলাকায় গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরকালে কোনো অপরাধীকে গ্রেফতারে সহায়তা করলে একলাখ টাকা, ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপকালে কোনো অপরাধীকে গ্রেফতারে সহায়তা করলে ৫০ হাজার টাকা এবং এসব বিস্ফোরক মজুদের তথ্য দিয়ে অপরাধীকে গ্রেফতারে সহায়তা করলে ২৫ হাজার টাকা পুরস্কার দেবে ডিএমপি।
তিনি দাবি করেন, ৫ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ঢাকা মহানগরে ১২টি গাড়ি ভাঙচুর ও ১২০টি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। এসব ঘটনায় ৩৬ পুলিশ ও দুই আনসার সদস্যসহ ৮৩ জন আহত বা দগ্ধ হয়েছেন। আর মারা গেছেন পাঁচ জন।
যাত্রাবাড়ীতে বাসে পেট্রোল বোমা হামলা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হুকুমের আসামি করায় তাকে গ্রেফতার করা হবে কিনা-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, যথেষ্ট তথ্য-প্রমাণ পেলে যে কারও বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।
নাশকতাকারীদের বিরুদ্ধে ডিএমপি কঠোর অবস্থানে রয়েছে উল্লেখ করে মো. আছাদুজ্জামান মিয়া বলেন, নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চলমান অবরোধ-হরতালে ৬৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে ১০৬ জনকে বোমা ছোঁড়ার সময় হাতেনাতে গ্রেফতার করা হয়। এদের মধ্যে আবার ২৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
নাশকতাকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে ডিএমপি কমিশনার বলেন, সবাই জানে কাদের ইন্ধনে- কাদের নির্দেশে দেশে নাশকতা হচ্ছে। যারা এই প্রিয় মাতৃভূমিকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করছে, অবরোধের নামে জ্বালিয়ে-পুড়িয়ে মানুষ মারছে-নাশকতা করছে, সে যেই হোক না কেন- তাকে আইনের আওতায় আনা হবে।
নাশকতার অভিযোগে রাজধানীতে ১৪৯টি ফোজদারি মামলা হয়েছে উল্লেখ করে ডিএমপি কমিশনার জানান, যে মামলাগুলো হয়েছে পুলিশ তার সবগুলোই গুরুত্ব দিয়ে তদন্ত করছে।
এছাড়া, অবরোধে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী রিয়াজ রহমানের ওপর হামলার বিষয়ে মো. আছাদুজ্জামান মিয়া বলেন, রিয়াজ রহমানের মামলাটি গোয়েন্দা পুলিশ তদন্ত করছে। তার ওপর হামলা করে কারা লাভবান হচ্ছে তা খুঁজে বের করার চেষ্টা চলছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- ডিএমপির অতিরিক্ত কমিশনার মিলি বিশ্বাস, ইব্রাহীম ফাতেমী, শেখ মারুফ হাসান ও যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম।
বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫/আপডেট ১৩১৬ ঘণ্টা/আপডেট ১৪৩৫ ঘণ্টা