ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহ বিভাগের কার্যক্রম শুরুর নির্দেশ, আরও দুটি বিভাগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
ময়মনসিংহ বিভাগের কার্যক্রম শুরুর নির্দেশ, আরও দুটি বিভাগ ছবি: সংগৃহীত

ঢাকা: ময়মনসিংহকে বিভাগ করতে প্রয়োজনীয় কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা। একই সঙ্গে ফরিদপুর এবং বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী মিলিয়ে আরো দু’টি নতুন বিভাগ গঠনের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।



সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
 
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, ঢাকা বিভাগের ময়মনসিংহকে প্রশাসনিক বিভাগ গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে মন্ত্রিসভায়।
 
ময়মনসিংহ বিভাগ গঠনের লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগ প্রয়োজনীয় কার্যক্রম নেবে। এজন্য মন্ত্রিপরিষদ বিভাগ আন্তঃমন্ত্রণালয় সভা করে কমিটি গঠন করবে। সেই কমিটি সুপারিশসহ প্রস্তাবনা তৈরি করে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটিতে (নিকার) উপস্থাপন করা হবে।
 
নতুন বিভাগে কোন কোন জেলা, কোন কোন দপ্তর স্থাপন হবে, কত জনসংখ্যা থাকবে- সেসব নিয়ে নিকারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
 
মোশাররাফ হোসাইন বলেন, যদিও এখন আগের মত নতুন বিভাগ, জেলা, উপজেলা গঠনের প্রয়োজন প্রকট নয়। ঢাকার সঙ্গে অন্যান্য জেলা-বিভাগ-উপজেলার দূরত্বও কমে গেছে। কিন্তু সরকার প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, জনগণের ক্ষমতায়ন বিশ্বাস করে এবং নাগরিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ায় বিশ্বাস করে। সেই দৃষ্টিকোণ থেকে ময়মনসিংহ বিভাগ গঠনের প্রস্তাব ইতিবাচকভাবে গ্রহণ করে মন্ত্রিসভা।
 
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ময়মনসিংহকে বিভাগের আলোচনায় প্রধানমন্ত্রী নিজেই ঢাকা বিভাগকে ভেঙে ফরিদপুর এবং চট্টগ্রামকে ভেঙে নোয়াখালী ও কুমিল্লা নিয়ে আরেকটি বিভাগ করার আগ্রহ প্রকাশ করেছেন।
 
ময়মনসিংহ ছাড়াও আরো দুটি বিভাগ গঠন করা যায় কি না- তা পরীক্ষা করে দেখতে নির্দেশনা এসেছে মন্ত্রিসভায়।
 
ঢাকা বিভাগকে ভবিষ্যতে বিভক্ত করে ফরিদপুরে এবং চট্টগ্রাম বিভাগের বৃহত্তর নোয়াখালী ও বৃহত্তর কুমিল্লা নিয়ে আরেকটি বিভাগ করা যায় কি না- তা পরীক্ষা করে দেখা হবে।
 
এসব বিষয়ের চূড়ান্ত সিদ্ধান্ত হবে নিকারে। মন্ত্রিসভা কমিটি করে বিস্তারিত প্রস্তাব নিয়ে যাওয়া হবে। নিকারের সভাপতি প্রধানমন্ত্রী।
 
নতুন বিভাগের হেড কোয়ার্টার কোথায় হবে- তাও সিদ্ধান্ত নেবে নিকার।
 
যারা বিকেন্দ্রীকরণে বিশ্বাস করে তাদের জন্য নতুন বিভাগের উদ্যোগ ভাল খবর বলে মন্তব্য করেন মন্ত্রিপরিষদ সচিব।
 
** সৌদি বাদশা মৃত্যুতে মন্ত্রিসভায় শোক প্রস্তাব

বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।