ঢাকা: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া চাইছেন তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নামাজে জানাযা হোক জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। আর জাতীয় মসজিদের খতিব নিজেই তার জানাযা পড়াবেন।
পারিবারিক সদস্যরা চাইছেন, আরাফাত রহমান কোকোর সঙ্গে বিএনপি’র কোনও সম্পর্ক নেই, সে কারণে মৃত্যুর পরেও তাকে দলের সম্পৃক্ততার বাইরে রাখা হোক।
পারিবারিক একটি দায়িত্বশীল সূত্র বাংলানিউজকে জানায়, খালেদা জিয়া ছোট ছেলের জানাযা ও দাফনের স্থান নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গেই আলোচনা করেছেন। আর নিজের ইচ্ছার কথা ব্যক্ত করেছেন। তবে কোনো কারণে বায়তুল মোকাররমে জানাযা সম্ভব না হলে গুলশান আযাদ মসজিদকে দ্বিতীয় পছন্দ হিসেবে জানিয়েছেন খালেদা জিয়া।
পারিবারিক সূত্রটি জানায় মঙ্গলবার আরাফাত রহমান কোকোর মরদেহ ঢাকায় পৌঁছানোর পর বিমানবন্দর থেকে সরাসরি তা নেওয়া হবে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে। অবরোধ ডেকে গত ২০ দিন ধরেই এখানে অবস্থান করছেন তিনি। গুলশান কার্যালয় থেকে জানাযার জন্য নেওয়া হবে মরদেহ। বাদ আসর এই জানাযা হবে বলেই নির্ধারিত রয়েছে।
এছাড়া আরাফাত রহমান কোকোর দাফনের জন্য বনানীর সামরিক কবরস্থানের বিষয়টিও চূড়ান্ত রয়েছে।
পারিবারিক সূত্রটি পারিবারিক আলোচনার পরিপ্রেক্ষিতে বাংলানিউজকে তথ্যগুলো নিশ্চিত করে। নির্ভরযোগ্য ঘনিষ্ঠ সূত্রটি জানায়, আরাফাত রহমান কোকো দেশের প্রয়াত রাষ্ট্রপতি ও সাবেক প্রধানমন্ত্রী বাবা-মায়ের সন্তান। তার জানাযা জাতীয় মসজিদেই হতে পারে বলেই মনে করছে পরিবার। এছাড়াও তিনি সাবেক সেনা প্রধানের সন্তান হিসেবে দাফনও হতে পারে সামরিক কবরস্থানে।
বিষয়গুলো এখনো আলোচনা ও প্রত্যাশার পর্যায়েই রয়েছে উল্লেখ করে সূত্রটি জানায়, কেন্দ্রীয় মসজিদে জানাযা না হলে গুলশান আযাদ মসজিদেই তা সম্পন্ন হবে। আরাফাত রহমানের জানাযা নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে হচ্ছে না বলেই জানান তিনি।
গত শনিবার দুপুরে মালয়েশিয়ার কুয়ালালামপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন আরাফাত রহমান কোকো। রোববার মালয়েশিয়ার কেন্দ্রীয় মসজিদ নেগারায় তার প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে তার মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
** মঙ্গলবার ঢাকা পৌঁছাবে কোকোর মরদেহ
** জানাজা শেষে ফের হিমঘরে কোকোর লাশ
** কোকোর মরদেহ আনতে মালয়েশিয়ায় শামীম ইস্কান্দার
** মালয়েশিয়ায় কোকোর জানাজা সম্পন্ন
** গেট খোলেনি খালেদার কার্যালয়ের, ফিরে গেলেন প্রধানমন্ত্রী (ভিডিও)
বাংলাদেশ সময় ১২৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫