খাগড়াছড়ি: খাগড়াছড়ির মানিকছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (সন্তু লারমা) মধ্যে বন্দুকযুদ্ধে উশিমং মারমা ওরফে বাবু (১৮) নামে ইউপিডিএফের এক কর্মী নিহত হয়েছেন।
সোমবার সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়ন লাফাইডং এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বাবু মানিকছড়ি বাটনাতলী এলাকার মরাডুলু এলাকার বালাশু মারমার ছেলে।
পুলিশ জানায়, সকাল ১০টার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লাফাইডং এলাকায় ইউপিডিএফ ও জেএসএসের (সন্তু গ্রুপ) মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এতে ইউপিডিএফ কর্মী উশিমং মারমা গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমা এই ঘটনার জন্য বোরকা পার্টিকে (জেএএসের একাংশ) দায়ী করে জানান, লাফাইডং এলাকার এক ব্যক্তির বাসায় অবস্থান করছিলেন বাবুসহ ইউপিডিএফের ৩ কর্মী। এ সময় একদল অজ্ঞাতপরিচয় অস্ত্রধারী চারপাশ থেকে ঘিরে তাদের ওপর গুলি করে পালিয়ে যায়।
এ সময় দুই জন পালাতে সক্ষম হলেও উশিমং মারমা ওরফে বাবু ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে মারা যান।
তবে জেএসএসের (সন্তু লারমা) সহ তথ্য প্রচার সম্পাদক সজীব চাকমা এ অভিযোগ অস্বীকার করে জানান, ইউপিডিএফের অভ্যন্তরীণ কোন্দলে এ ঘটনা ঘটেছে।
বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫