ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

নৈরাজ্য বন্ধের দাবিতে প্রতিবাদী সাংবাদিক সমাবেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
নৈরাজ্য বন্ধের দাবিতে প্রতিবাদী সাংবাদিক সমাবেশ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজনৈতিক কর্মসূচির নামে গাড়িতে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যাসহ সন্ত্রাস-নৈরাজ্য বন্ধের দাবি জানিয়েছেন রাজনীতিবিদ ও সাংবাদিক নেতাসহ বিভিন্ন পেশার নেতারা। একই সঙ্গে হরতাল-অবরোধের নামে জনগণকে জিম্মি করে রাখার অপসংস্কৃতি থেকে বেরিয়ে আসার জন্য সকল দলের প্রতি আহবান জানান তারা।



সোমবার (২৬ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে এ আহবান জানান তারা।

যানবাহনে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যাসহ দেশজুড়ে সন্ত্রাস নৈরাজ্য বন্ধ, অপরাধীদের গ্রেফতার ও জনগণের জান-মালের নিরাপত্তার দাবিতে এ প্রতিবাদী সমাবেশের আয়োজন করে সাম্প্রদায়িকতাবিরোধী সাংবাদিক সমাজ।

সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি পিটিবিনিউজ২৪.কম এর প্রধান সম্পাদক আশীষ কুমার দে।

দৈনিক জনকন্ঠের জ্যেষ্ঠ প্রতিবেদক রাজন ভট্টাচার্যের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন গণতন্ত্রী পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য নুরুর রহমান সেলিম, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা শফি আহমেদ, খেলাঘর ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক শফিকুর রহমান শহীদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাংস্কৃতিক সম্পাদক আজিজুল পারভেজ, সাবেক সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সিপিবি নেতা সেকেন্দার হায়াত, সুশাসনের জন্য নাগরিক-সুজনের আঞ্চলিক সমন্বয়ক মুর্শিকুল ইসলাম শিমুল, সিটিজেনস রাইটস মুভমেন্টের মহাসচিব তুসার রেহমান, উন্নয়ন ধারা ট্রাস্টের সদস্য সচিব আমিনুর রসুল বাবুল, সাংবাদিক নিখিল ভদ্র, বিভাষ বাড়ৈ, রাকিবউদ্দীন, অপূর্ব কুমার, টিটু সাহা, রহিম সেখ, আরাফাত মুন্না, মিজান রহমান প্রমুখ।

সমাবেশস্থলে উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ও শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুল মতিন ভূঁইয়া ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শাবান মাহমুদ।

সমাবেশে বক্তারা বলেন, গত ৫ জানুয়ারি থেকে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের টানা অবরোধ-হরতালে গাড়িতে পেট্রোল বোমা মেরে অনেক মানুষ দগ্ধ হয়ে মারা যান। আহত হয়ে বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছে সাধারণ মানুষ।

দেশকে অস্থিতিশীল করতে স্বাধীনতাবিরোধীরা এ কাজ করছে। তাদের এ ধংসাত্মক কর্মকাণ্ডে পুড়ছে মানুষ, জ্বলছে দেশ। যারা এ কাজ করেছে তাদের আইনের আওতায় আনতে হবে।

সাধারণ জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে বক্তারা বলেন, লাগাতার অবরোধ ও হরতালের নামে সারা দেশে যে নাশকতা চলছে তা একটি স্বাধীন-সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্রে চলতে পারে না। এসব ঘটনার সঙ্গে জড়িত দুস্কৃতকারী ও তাদের নেপথ্য হুকুমদাতাদের অবিলম্বে গ্রেফতার করে আদালতে সোপর্দের দাবি জানান বক্তারা।

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।