ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রাজনৈতিক শিষ্টাচার বর্হিভূত আচরণের দায় বিএনপির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
রাজনৈতিক শিষ্টাচার বর্হিভূত আচরণের দায় বিএনপির ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রধানমন্ত্রীকে সম্মান না দেখানোর দৈন্যতা ও রাজনৈতিক শিষ্টাচার বর্হিভূত যে আচরণ বিএনপি করেছে তার দায়ভার তাদেরই নিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী।
 
সোমবার (২৬ জানুয়ারি) বেলা সোয়া ১১টায় ‘পেট্রোল বোমায় পুড়িয়ে মানুষ হত্যা, রাষ্ট্রীয় এবং জনসাধারণের সম্পদে অগ্নিসংযোগ ও দেশের উন্নয়ন অর্থনীতি ধ্বংসকারী হরতাল অবরোধের প্রতিবাদ’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।


 
জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনের আয়োজন করে পেশাজীবী সমন্বয় পরিষদ।
 
বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত কোকোর মৃত্যুতে খালেদা জিয়াকে সমবেদনা জানাতে গিয়ে প্রধানমন্ত্রীর ফিরে আসার প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।
 
ইকবাল সোবহান চৌধুরী বলেন, বিএনপি ওই দিন যে আচরণ করেছে তার জন্য দেশবাসীর কাছে ক্ষমা চাইবে কিনা তা তাদের ওপরই বর্তায়। তবে আমরা মনে করি, ইতিমধ্যে সারাদেশের মানুষ তাদের শিষ্টাচার বর্হিভূত আচরণের নিন্দা করেছে। যারা প্রধানমন্ত্রীকে সম্মান দেখাতে পারেনি, সেই দৈন্যতা তাদের। আমরা মনে করি, শোকের সময়ে প্রধানমন্ত্রীর যে দায়িত্ব পালন করা দরকার তা পালন করেছেন তিনি।
 
তিনি বলেন, এখন পর্যন্ত বিএনপি শিষ্টাচার দেখানোর পাশাপাশি কোনো সৌজন্যতা দেখায়নি।
 
তিনি বলেন, তবে তারা যদি দেশের কল্যাণে রাজনৈতিক আন্দোলনের নামে  সাধারণ মানুষকে আগুন পুড়িয়ে হত্যা ও অর্থনীতি শিল্পকে অনিশ্চয়তার দিকে ঠেলে না দিয়ে শিষ্টাচার দেখায় বিএনপি তাহলে শুধু প্রধানমন্ত্রী নয়, গোটা দেশবাসী মেনে নেবে।
 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. নুর মোহাম্মাদ তালুকদার, কৃষিবিদ মোহাম্মদ মোবারক আলী, অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, প্রকৌশলী এস এম খবীরুজ্জামান, অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু, অধ্যাপক নাজমা শাহীন, হান্নানা বেগম প্রমুখ।
 
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বিচারপতি এ এফ এম মেসবাহ উদ্দীন। সংবাদ সম্মেলনের শুরুতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন পরিষদের মহাসচিব অধ্যাপক ডা. কামরুল হাসান খান।
 
বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।