সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে আল-আমিন (২৫) নামে এক কাঁচামাল ব্যবসায়ী আহত হয়েছেন।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে শহরের এসএস রোডের সাজঘর ডিপার্টমেন্টাল স্টোরের সামনে এ ঘটনা ঘটে।
আহত আল-আমিরন পৌর এলাকার সয়াগোবিন্দ ভাঙ্গাবাড়ি মহল্লার কাঁচামাল ব্যবসায়ী নুরু শেখের ছেলে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, মানুষের মধ্যে আতঙ্ক ছড়াতে এ ঘটনা ঘটানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫