ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
নেত্রকোনায় হত্যা মামলায় একজনের যাবজ্জীবন ছবি: প্রতীকী

নেত্রকোনা: নেত্রকোনার আলোচিত হাবিল (২৪) হত্যা মামলায় কামাল ফকির (৩৫) নামে একজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।

এছাড়া ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো দুই বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।



আসামির উপস্থিতিতে সোমবার (২৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবদুল হামিদ এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি কামাল ফকির জেলার আটপাড়া উপজেলার মোগলহাট্টা গ্রামের মৃত জবেদ আলী ফকিরের ছেলে।

এদিকে, অপরাধ প্রমাণিত না হওয়ায় অপর তিন আসামি বাবুল ফকির, শাহজাহান ও শাহরিয়ার আলমকে বেকসুর খালাস দেওয়া হয়।

মামলার অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কমলেশ কুমার চৌধুরী জানান, জেলার আটপাড়া উপজেলার মোগলহাট্টা গ্রামের কামাল ফকিরের স্ত্রী শেফালী আক্তারের একই গ্রামের হাবিলের সঙ্গে পরকীয়া গড়ে উঠে। ২০০৫ সালের ২২ মার্চ রাতে হাবিল কামাল ফকিরের ঘরে ঢুকলে কামাল ফকির তার বুকে ছুরিকাঘাত করে।

এতে হাবিল কিছুদূর পর্যন্ত দৌড়ে এসে পথেই মারা যায়। এ ঘটনায় হাবিলের ভাই রাবিল বাদী হয়ে পরদিন চারজনকে আসামি করে আটপাড়া থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শেষে পুলিশ ২০০৫ সালের ১০ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করে। আদালত দীর্ঘ শুনানি শেষে সোমবার এ রায় দেন।

মামলার আসামিপক্ষে আইনজীবী ছিলেন বোমকেশ ভট্টাচার্য।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।