মাদারীপুর: মাদারীপুর কাজীর টেক ফেরিঘাট ও পুরান বাজার মৎস্য আড়তে অভিযান চালিয়ে ১০৪ মন জাটকা উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৬ জানুয়ারি) সকালে মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিবুল আহসান, র্যাব-৮ ও উপজেলা মৎস্য কর্মকর্তার সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
এদিকে, জাটকা বহনের দায়ে চারজনের কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এরা হলেন- বেলাল খান, হেমায়েত হোসেন, জয়নাল আবেদিন ও নুরুল হক।
জব্দকৃত মাছের দাম আট লাখ টাকা। পরে জাটকাগুলো মাদারীপুর জেলার বিভিন্ন এতিমখানা, লিল্লাহ বোডিং ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫