ঢাকা: সৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল সৌদ এর মৃত্যুতে শোক জানাতে দেশটির বাংলাদেশস্থ রাষ্ট্রদূতের বাসায় গেছে বিএনপির একটি প্রতিনিধিদল।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে শোক জানাতে বিএনপির প্রতিনিধি দল সোমবার দুপুরে গুলশান ২ নম্বর রোডের ৯০ নম্বর বাড়িতে যান।
এ দলে রয়েছেন- দলের স্থায়ী কমিটর সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস-চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫