সাতক্ষীরা: ভারত থেকে অবৈধভাবে দেশে প্রবেশের সময় সাতক্ষীরা সীমান্ত থেকে এক দালালসহ চার বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে জেলার শ্যামনগর উপজেলার কৈখালী বেড়িবাঁধ থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-শ্যামনগর উপজেলার ভুরুলিয়া গ্রামের ইয়াজ আলী গাজীর ছেলে আলাউদ্দিন (২৫), জহির গাজী (২২) ও সোহেল গাজী (১৯) এবং দালাল পশ্চিম কৈখালী গ্রামের মৃত আবুল হোসেনের জয়নাল সরদার (৪০)।
বিজিবি নীলডুমুর ৩৪ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর কাজী আহাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের শ্যামনগর থানায় সোপর্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫