ঢাকা: নাশকতাকারীদের দ্রুত নির্মূল করার কথা জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ডিজি বেনজীর আহমেদ।
সোমবার (২৬ জানুয়ারি ২০১৫) দুপুরে রাজধানীর গুলিস্তান শপিং কমপ্লেক্সের সামনের মোড়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।
বেনজীর আহমেদ বলেন, আগের থেকে এখন দেশে নাশকতা অনেক কমে গেছে। বর্তমানে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, যে কয়টি বিচ্ছিন্ন ঘটনা ঘটছে তাও দ্রুত নিয়ন্ত্রণে আসবে । তবে এজন্য সাধারণ মানুষের সাহায্য খুবই প্রয়োজন।
দেশের সাধারণ মানুষ আমাদের ডাকে সাড়া দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, তারা নাশকতাকারীদের রুখতে সামনে এগিয়ে এসেছে। আমাদের মূল্যবোধে
রয়েছে শান্তি ও শৃঙ্খলা। দেশের মানুষ শান্তি চায়। আমরা সাধারণ মানুষের সহায়তা নিয়ে নাশকতাকারীদের রুখে দেবো।
র্যাবের ডিজি বলেন, যারা এ সকল নাশকতায় জড়িত, যারা গডফাদার, যারা এ ঘটনাগুলোর মূলে রয়েছেন তারা যেই হোক না কেন তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। আমরা নাশকতাকারীদের অনেক প্রচেষ্টা রুখে দিয়েছি। কিন্তু সেগুলো আমরা জনসম্মুখে প্রকাশ করিনি। পরিস্থিতি এখন অনেক নিয়ন্ত্রণে চলে এসেছে। যাও কিছু ঘটনা ঘটছে তা আর কয়েকদিনের মধ্যে বন্ধ হয়ে যাবে।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫