ঢাকা: ৮০ কোটি টাকা হুন্ডির মাধ্যমে পাচারের অভিযোগে নাসির গ্রুপের চেয়ারম্যান ও এমডি নাসির উদ্দিন বিশ্বাসসহ ১০ জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (২৬ জানুয়ারি) কমিশনের নিয়মিত সভায় মামলার অনুমোদন দেওয়া হয়।
মামলায় যাদের আসামি করা হয়েছে তারা হলেন- নাসির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান নাসির উদ্দিন বিশ্বাস, জিএম (আমদানি) মো. আলফাজ উদ্দিন, জিএম (মার্কেটিং অ্যান্ড সেলস) মো. শামীম আহমেদ, জিএম (ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) মো. সিদ্দিকুর রহমান, এজিএম (ক্রয়) মো. মোবাইদুল ইসলাম, ক্যাশিয়ার মো. শামীম, এমদাদুল হক, হুন্ডি কারবারি এজে মানি চেঞ্জারের মালিক সাইদুল ইসলাম, মো. ফিরোজ ও তার ছেলে মো. আদিল।
মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য তামাক ও তামাকজাত পণ্য, গ্লাসঅয়্যারসহ বিভিন্ন কাঁচামাল আমদানির আড়ালে কোটি কোটি টাকা হুন্ডির মাধ্যমে পাচার করে আসছে নাসির গ্রুপ। বিষয়টির অভিযোগ আসলে দীর্ঘসময় ধরে অনুসন্ধান চালায় দুদক।
অনুসন্ধানে সুইজারল্যান্ড, চীন, হংকংসহ বিভিন্ন দেশে অন্তত ৮৫ হাজার মার্কিন ডলার পাচারের সত্যতা মেলে। এতে সরকারের অন্তত ৮০ কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়েছে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। এর বাইরেও বিপুল অংকের অর্থ দেশের ভেতরেই অবৈধ লেনদেন করা হয়েছে বলে প্রমাণ পাওয়া যায়।
অভিযোগ অনুসন্ধানে রাজধানীর বারিধারার নাসির গ্রুপের প্রধান কার্যালয়ে গিয়ে সংশ্লিষ্টদের একাধিকবার জিজ্ঞাসাবাদ করেন অনুসন্ধান কর্মকর্তা। এর ধারাবাহিকতায় ১৫ ডিসেম্বর নাসির উদ্দিন বিশ্বাস এবং সংশ্লিষ্ট ১০ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুদক। কিন্তু ওই দিন কেউ হাজির হননি। বরং জিজ্ঞাসাবাদের প্রস্তুতির জন্য এক মাস সময় প্রার্থনা করেন তারা। আবেদন প্রত্যাখ্যান করে নাসির উদ্দিন বিশ্বাসসহ ১১ জনের বিরুদ্ধে মামলার সুপারিশ সংবলিত অনুসন্ধান প্রতিবেদন দাখিল করেন অনুসন্ধান কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫