ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

নন্দীগ্রামে মুখোশ পরে ডাকাতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
নন্দীগ্রামে মুখোশ পরে ডাকাতি ছবি : প্রতীকী

বগুড়া: বগুড়ার নন্দীগ্রাম উপজেলার চাকলমা গ্রামে রোববার (২৫ জানুয়ারি) মধ্যরাতে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি করেছে মুখোশ পরা ডাকাতদল। এসময় স্বর্ণালংকার, গরু ও নগদ টাকাসহ প্রায় ৬ লক্ষাধিক টাকার মালামাল লুট হয়েছে বলে দাবি ওই ব্যবসায়ীর।



সোমবার (২৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী হোসেন আলী (৫০) নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের চাকলমা গ্রামের মৃত ছামেদ আলীর ছেলে। তিনি একজন গরুর খামার ব্যবসায়ী।

ভুক্তভোগীসহ স্থানীয়রা জান‍ান, রোববার দিনগত মধ্যরাতে ১৫/২০জনের সংঘবদ্ধ মুখোশধারী ডাকাতদল বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢোকে। এরপর প্রথমে হোসেন আলী ও তার স্ত্রী-সন্তানসহ পরিবারের সদস্যদের মুখে টেপ লাগিয়ে মুখ, হাত-পা বেঁধে ফেলে।

পরে দেশীয় অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ১১টি গরু,  নগদ ৫০ হাজার টাকা ও ব্যবহৃত কিছু স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

এতে প্রায় ছয় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ওই ব্যবসায়ী।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হায়দার মো: ফয়জুর রহমান ডাকাতির বিষয়টি স্বীকার করে বাংলানিউজকে জানান, খবর পেয়ে সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ভুক্তভোগীকে থানায় অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তাছাড়া ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।  

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।