ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকায় ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপন

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
ঢাকায় ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপন ভারতের ৬৬তম প্রজাতন্ত্র দিবসে নৃত্য পরিবেশন করছেন শিশু শিল্পীরা

ঢাকা: নানা আয়োজনের মধ্য দিয়ে সোমবার (২৬ জানুয়ারি) সকাল থেকে রাজধানী ঢাকায় ভারতের ৬৬তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হচ্ছে। তবে এবারের আয়োজনে প্রধান আকর্ষণ হলো বিশাখাপত্তম থেকে আসা বিশেষ নেভাল ব্যান্ডদল এবং কথক নৃত্যদল।

তারা সন্ধ্যায় র‌্যাডিসন হোটেলে গান ও নৃত্য পরিবেশন করবেন।

রাজধানীর বারিধারা প্লট নং ২-এ, জাতিসংঘ রোডের নিউ চ্যান্সেরি কমপ্লেক্সে সকাল ৯টায় ভারতের জাতীয় পতাকা উত্তোলন করে দিবসটির সূচনা করেন বাংলাদেশে ভারতীয় হাই কমিশনার পঙ্কজ শরণ। নিউ চ্যান্সেরি কমপ্লেক্সে অনুষ্ঠানে পাঁচশরও বেশি ভারতীয় নাগরিক অংশ নেন।

এ সময় উপস্থিত সবাই জাতীয় সংগীতে অংশ নেন। শিশু-কিশোররা নাচ-গানসহ মনোমুগ্ধকর অনুষ্ঠান পরিবেশন করে।

হাই কমিশনার পঙ্কজ শরণ রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের জাতির উদ্দেশ্যে দেওয়া বাণী পাঠ করে শোনান।

বাংলাদেশে সময়: ১৪২৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।