ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে কারখানায় আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
গাজীপুরে কারখানায় আগুন প্রতীকী

গাজীপুর: গাজীপুর সদর উপজেলার বানিয়াচালা এলাকায় ফরমোসা পলি কটন অ্যান্ড টেক্সটাইল বিডি নামে একটি শিল্প-প্রতিষ্ঠানে আগুন লেগেছে।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুর পৌন ২টায় আগুন লাগে।



প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে স্থানীয়ভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজ করছে।

দুপুর ২টা ৩৫ মিনিটে গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (ডিএডি) আক্তারুজ্জামান লিটন বাংলানিউজকে জানান, ফায়ার সার্ভিসের মোট পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করছে। তবে এখনো কারখানায় আগুন জ্বলছে।

তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।